Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে রাঙ্গামাটি পার্বত্য জেলার ভূমি বিষয়ক তথ্যঃ

পটভূমিঃ

বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে পাহাড়, পর্বত, হ্রদ, নদী ও অরণ্য শোভিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। ১৮৬০ সনে এ অঞ্চলকে জেলার মর্যাদা প্রদান করা হয়।ইতঃপূর্বে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল কার্পাস মহল (১৭১৫-১৮৬০) নামে পরিচিতছিল। পরবর্তীতে বৃহত্তম পার্বত্য চট্টগ্রাম জেলার দু’টি মহকুমা বান্দরবান ও খাগড়াছড়িকে যথাক্রমে ১৯৮১ ও ১৯৮৩ সনে স্বতন্ত্র জেলায় ঊন্নীত করা হয়। বর্তমানে ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার অবস্থান। এ জেলার সীমানা উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য ও খাগড়াছড়ি পার্বত্য জেলা, দক্ষিণে বান্দরবান পার্বত্য জেলা ও মায়ানমার(বার্মা), পূর্বে ভারতের মিজোরাম রাজ্য এবং পশ্চিমে খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলা।

জেলাসৃষ্টির পূর্বে পার্বত্য চট্টগ্রাম কতিপয় রাজা বা নরপতি কর্তৃক ঐতিহ্যবাহী শাসন ব্যবস্থায় শাসিত হত। ১৮৬০ সনে এ অঞ্চলকে জেলায় রূপান্তর করে সরাসরি ব্রিটিশ শাসনাধীনে আনা হয়। সম্ভবতঃ ১৮৬৬ সনে চট্টগ্রাম জেলার দক্ষিণাঞ্চলকে নিয়ে ¢বোমাং সার্কেল’ এবং উত্তর পশ্চিমাংশ নিয়ে ¢মং সার্কেল’ সৃষ্টি করাহয়। এভাবে সমগ্র পার্বত্য চট্টগ্রামকে চাকমা, বোমাং ও মং সার্কেলে বিভক্ত করে তিন সার্কেল চীফের অধীনে ন্যস্ত করা হয়। চীফগণ হেডম্যান বা মৌজাপ্রধান ও কার্বারী বা গ্রাম প্রধানদের সহযোগিতায় রাজস্ব প্রশাসন পরিচালনা করেন। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত উপজাতীয়দের স্বতন্ত্র ও স্বকীয় সত্ত্বা সংরক্ষণের লক্ষ্যে ১৯০০ সনে পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি প্রবর্তন করা হয়। বর্তমানেও উক্ত শাসন বিধি কতিপয় সংশোধন সাপেক্ষে বলবৎ আছে। তবে কালের বিবর্তনে এ জেলার শাসন ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। এ অঞ্চলে বসবাসরত অনগ্রসর জনগোষ্ঠির সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে তিন পার্বত্য জেলায় স্থানীয় সরকার পরিষদ স্থাপনকল্পে ১৯৮৯ (সংশোধিত ১৯৯৮) সনে স্থানীয় সরকার পরিষদ আইন সমূহ প্রবর্তন করা হয়। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির আলোকে পরিষদ সমূহকে অধিকতর ক্ষমতা প্রদানের লক্ষ্যে আইন সমূহ সংশোধন করা হয়েছে।

এ অঞ্চলের উপজাতীয় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষে এবং উপজাতীয় অধিবাসীসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা ওসাংস্কৃতিক অধিকার সমুন্নত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও অখন্ডতার প্রতি পূর্ণআস্থা ও অবিচল আনুগত্য রেখে ডিসেম্বর ২, ১৯৯৭ তারিখে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সম্পাদন করেন। এ চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে তিনটি পার্বত্য জেলার জেলা পরিষদ (স্থানীয় সরকার পরিষদ) সমূহের কার্যক্রম তত্ত্বাবধান, সমন্বয়সাধন ও আনুসাঙ্গিক কার্যাদি সম্পাদনের নিমিত্তে একটি আঞ্চলিক পরিষদ স্থাপনের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৯৯৮ প্রবর্তন করা হয়। এ আইন প্রবতর্নের ফলে এ অঞ্চলের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তনের সূচনা হয়েছে।

উল্লেখ্য যে, পার্বত্য জেলা সমূহের ভূমি ব্যবস্থাপনা দেশের অন্যান্য জেলা হতে ভিন্নতর। এ জেলার ভূমি ব্যবস্থাপনাএখনো ১৯০০ সনের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি অনুযায়ী পরিচালিত হচ্ছে। 

রাজস্ব কাঠামো

রাঙ্গামাটি পার্বত্য জেলার ভূমি ব্যবস্থাপনা মূলত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা দ্বারা পরিচালিত। এ জেলার ১০টি উপজেলার মধ্যে রাঙ্গামাটি সদর ও লংগদুতে উপজেলা ভূমি অফিস রয়েছে। এ জেলার ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব প্রশাসন ঐতিহ্যবাহী প্রথানুযায়ী পরিচালিত হয়।

ভূমি কাঠামো ৩ ভাগে বিভক্তঃ

  • সার্কেল  (সার্কেল প্রধান সার্কেল চীফ)
  • মৌজা   (মৌজা প্রধান হেডম্যান)
  • পাড়া    (পাড়া প্রধান কার্বারী)

ভূমি প্রধানত ৩ শ্রেণিতে বিভক্তঃ

  1. ১ম শ্রেণি    (খাজনার পরিমাণ প্রতি একর ৩ টাকা)
  2. ২য় শ্রেণি    (খাজনার পরিমাণ প্রতি একর ২ টাকা)
  3. ৩য় শ্রেণি      (খাজনার পরিমাণ প্রতি একর ১ টাকা)

 

  1. এ জেলায় আজ পর্যন্ত কোন সামগ্রিক জরিপ সম্পন্ন না হওয়ায় ভূমি নিয়ে প্রচুর বিরোধ রয়েছে।
  2. ২০০১ সালে ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি কমিশন গঠন করা হলেও কমিশন আজ পর্যন্ত কোন জরিপ কার্যক্রম আরম্ভ করতে পারেনি।

 এ জেলায় একজন সার্কেল চীফ এবং ১৫৫জন মৌজা প্রধান বা হেডম্যান রাজস্ব প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এজেলার ১৫৯টি মৌজার মধ্যে ১৪৫টি চাকমা সার্কেলভূক্ত এবং ১৪টি বোমাংসার্কেলভূক্ত। খাজনা আদায়ের মূল দায়িত্ব হেডম্যানের। গ্রাম প্রধান বা কার্বারীরা রাজস্ব বা খাজনা আদায়ে হেডম্যানকে সহায়তা করে থাকেন। এভাবে রাজা বা সার্কেল চীফ-হেডম্যান-কার্বারী সামাজিক কাঠামোটি এখনও কার্যকর রয়েছে। সার্কেল চীফ ও হেডম্যানগণ আদায়কৃত রাজস্ব বা খাজনা হতে নির্ধারিত হারে কমিশন পেয়ে থাকেন। এছাড়া চীফ মাসিক ১০০০০/- (দশ হাজার) টাকা, হেডম্যান মাসিক ১০০০/- (এক হাজার) টাকা এবং কার্বারী মাসিক ৫০০/- (পাচ শত) টাকা হারে সরকারী ভাতা পেয়ে থাকেন। জেলার প্রশাসনকে আরও গতিশীল করার জন্য অবশিষ্ট উপজেলা সমূহকেও রাজস্ব অবকাঠামোর আওতায় আনা প্রয়োজন। 

 

উপজেলাওয়ারী চীফ, হেডম্যান ও কার্বারীর সংখ্যা নিম্নরূপঃ- 

ক্রমিক নং

উপজেলার নাম

চীফের সংখ্যা

 

হেডম্যানের সংখ্যা

 

কার্বারীর সংখ্যা

১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০.

রাঙ্গামাটি সদর

লংগদু

কাপ্তাই

রাজস্থলী

বিলাইছড়ি

জুরাছড়ি

বরকল

নানিয়ারচর

কাউখালী

বাঘাইছড়ি

০১

-

-

-

-

-

-

-

-

-

২৩

২৫

০৮

০৯

০৮

১১

২৮

১৯

১০

১৬

১২২

১০২

৬১

৯২

৪৯

৫২

১০০

১১৭

১০৩

১৩০

 

মোট

০১

১৫৫

৯২৮

 খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত

রাঙ্গামাটি পার্বত্য জেলার মোট জমির পরিমাণ ৮,৯৪,২২৩.৩০ একর। উক্ত জমি হতে ১৯৮৯ পর্যন্ত ১,৫৬,৮২৭.৬৮ একর জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। বন্দোবস্তবাদে অবশিষ্ট জমির পরিমাণ ৭,৩৭,৩৯৪.৭২ একর। রেকর্ডদৃষ্টে দেখা যায়, কাপ্তাই হ্রদের পরিমাণ ৮১,৯২০ একর। এ জেলায় বন্দোবস্তযোগ্য কৃষি জমির পরিমাণ হলো ৭৭,১৫৫.৮৬ একর এবং অ-কৃষি জমির পরিমাণ ২,৩১,৭৬৭.৫৯ একর। সে হিসাবে মোট বন্দোবস্ত অযোগ্য জমির পরিমাণ ৩,৪৬,৫৫১.২৭একর। রাঙ্গামাটি পার্বত্য জেলার উপজেলা ওয়ারী মোট জমি ও বন্দোবস্তকৃত জমির হিসাব বিবরণী নিম্নে প্রদান করা হলোঃ-

ক্রমিক নং

উপজেলার নাম

মোট জমির পরিমান

বন্দোবস্তকৃত জমির পরিমাণ (একরে)

মোট বন্দোবস্তকৃত জমির পরিমাণ

অবশিষ্ট জমি

কৃষি

অকৃষি

১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০.

রাঙ্গামাটি সদর

লংগদু

কাপ্তাই

রাজস্থলী

বিলাইছড়ি

জুরাছড়ি

বরকল

নানিয়ারচর

কাউখালী

বাঘাইছড়ি

১,৩৪,৯৬৩.২০

১.০২,৭৩১.৬০

৫২,৭০৪.০০

৩৪,৫৮২.০০

৪৫,৯০৭.২০

৮৪,০৯৬.০০

১,৮৫৬০৬.৪০

৯৫,৮০৫৯.২০

৭৪,২৫২.৮০

৮৩,৫২০.০০

২৪০.৩৮

২,৭৭৮.৭১

৬,৮৭৮.০০

৩,১৪৪.৯৫

নাই

৫,০০.০০

১৭৬.৩১

৬৭৬.৪৯

৭,৮০১.৭৯

১০,৬১৯.৮৫

২৩,৭৭৩.০৯

১৭,৩৩১.৭৭

৭,৭৭৯.১৮

৭,৪৯২.৬৯

৪,৭৪২.২০

৪,৫৩০.৪১

১৭,৮৪২.৩৬

১৬,৯৬১.৩২

১৪,৭০১.৯৮

৯,৪০৭.৫২

২৪,০১৩.৪৭

২০,১১০.৪৮

১৪,৬০১.৯৬

১০,৬৩৭.৬৪

৪,৭৪২.২০

৪,৫৩৫.৪৮

১৮,০১৮.৬৭

১৭,৬৩৭.৮১

২২,৫০৩.৭৭

২০,০২৬.৫৪

১,১০,৯৪৯.৭৩

৮২,৬২১.১২

৩৮,১০২.০৪

২৩,৯৪৪.৩৬

৪১,১৬৫.০০

৭৯,৫৬০.৫২

১,৬৭,৫৮৭.৭৩

৭৮,২২১.৩৯

৫১,৭৪৯.০৩

৬৩,৪৯২.৬৩

 

মোট

৮,৯৪,২২২.৪০

৩২,২৬৬.২৬

১,২৪,৫৬২.৫২

১,৫৬,১৬৯.৭৮

৭,৩৭,৩৯৩.৬২

 

  1. এ জেলায় বর্তমানে খাস জমি বন্দোবস্ত প্রক্রিয়া বন্ধ রয়েছে। 

সংরক্ষিত বনাঞ্চল

রাঙ্গামাটি পার্বত্য জেলায় সংরক্ষিত বনাঞ্চলের হিসাব নিম্নে প্রদান করা হলোঃ- 

ক্রমিক নং

বনের নাম

জমির পরিমাণ (বর্গমাইল)

বনমুক্তকৃত জমির পরিমাণ (বর্গমাইল)

অবশিষ্ট জমির পরিমাণ (বর্গমাইল)

মন্তব্য

১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

কাচালং

বরকল

ঠেগা

সুবলং

রাঙ্গামাটি

রানিখ্যা

সীতাপাহাড়

৬৪৪.০০

০.৫০

৭০.০০

৩২.০২

০.৫০

২১৫.০০

২৩.১৫

৬০.৫৭৭

-

-

-

-

-

১.৩২৭

৫৮৩.৪২৩

০.৫০

৭০.০০

৩২.০২

০.৫০

২১৫.০০

২১.৮২৩

জুরিডিকশন লিস্ট, ১৯২৫ হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রস্ত্ততকৃত

 

সর্বমোট

৯৮৫.১৭

৬১.৯০৪

৯২৩.২৬৬

 

 

এ জেলায় ১৯৭২ সনের বন আইনের ৪ ধারার (১) উপধারার (ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে ১৯৯১-৯২ সনে ৭টি উপজেলার ৮৭,৬৬২.৪২ একর জমি সংরক্ষিত (Protected) বনাঞ্চল হিসেবে ঘোষণা বরা হয়। নিম্নে উপজেলাওয়ারী বনাঞ্চলের হিসাব প্রদান করা হলোঃ-

(ক) রাঙ্গামাটি সদর                        ৭,০০০.০০ একর

(খ) নানিয়ারচর                             ১৫,০০০.০০ একর

(গ) লংগদু                                   ৭,৫১৪.০৬ একর

(ঘ) রাজস্থলী                                ২৭,২৮৫.৮৬ একর

(ঙ) বিলাইছড়ি                              ৮,৩৬৪.০০ একর

(চ) কাউখালী                               ১২,৯২০.৭৪ একর

(ছ) কাপ্তাই                                  ৯,৫৭৭.৭৬ একর 

সায়রাত মহাল

 রাঙ্গামটি পার্বত্য জেলায় ৩০ টি সায়রাত মহাল রয়েছে। এর মধ্যে ২০টি ফেরিঘাট, ৬ টি জলমহাল এবং ৩ টি শনখোলা রয়েছে। রাঙ্গামাটি সদর উপজেলায় ৩টি জলমহাল রয়েছে।

হাট বাজার

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মোট ৪৪টি হাট-বাজার রয়েছে। বাজার ফান্ড বিধিমালা, ১৯৩৭ অনুযায়ী এ জেলায় হাট-বাজারের ব্যবস্থাপনা জেলা পরিষদের উপর ন্যস্ত। জেলা পরিষদ নিয়ন্ত্রণাধীন বাজারফান্ড প্রশাসন এ সকল হাট-বাজারের ব্যবস্থাপনা, উন্নয়ন ও তত্ত্বাবধান করে থাকে।

২০১৮-১৯ অর্থবছরে রাঙ্গামাটি সদর উপজেলার খাজনার (ভূমি উন্নয়ন কর) দাবী ও আদায়ের চিত্রঃ

সাধারণ:

উপজেলার নাম

বকেয়া দাবী

হাল দাবী

মোট দাবী

চলতি পক্ষে আদায়

চলতি পক্ষ পর্যন্ত মোট পুঞ্জিভূত আদায়

মোট আদায়কৃত অর্থের পরিমাণ (অংকে)

আদায়ের হার (%)

রাঙ্গামাটি সদর

-

২,৪৫,৯১৩.৮৩

 

২,৪৫,৯১৩.৮৩

-

-

-

-

 

সংস্হা :

উপজেলার নাম

বকেয়া দাবী

হাল দাবী

মোট দাবী

চলতি পক্ষে আদায়

চলতি পক্ষ পর্যন্ত মোট পুঞ্জিভূত আদায়

মোট আদায়কৃত অর্থের পরিমাণ (অংকে)

আদায়ের হার (%)

রাঙ্গামাটি সদর

-

১,৩৭,৬৯১.৪০

১,৩৭,৬৯১.৪০

-

-

-

-

রাঙ্গামাটি সদর উপজেলা ভূমি অফিসের তথ্যাবলী

১.       উপজেলার ভূমির বিবরণ :

*        উপজেলার মোট এরিয়া            = ১,৩০,৮২৯.৯৬ একর

*        বন্দোবস্তকৃত জমি                  =  ২৩,২০৯.৮২  একর

*        বন্দোবস্তকৃত চাষ জমি             = ২৪৪.০৮ একর

*        বন্দোবস্তকৃত বাণিজ্যিক জমি      = ৪০.০৭ একর

*        অবশিষ্ট খাস জমি                  = ১,০৭,৬২০.৮২ একর

২.       ক.  মৌজার সংখ্যা       = ২৩ (তেইশ)টি

          খ.  হেডম্যান পদ সংখ্যা = ২৩ (তেইশ)টি

গ. কর্মরত হেডম্যান = ২০ (বিশ) জন ।

 (১০২ নং রাঙ্গাপনি মৌজা, ১১৬ নং রাঙ্গামাটি মৌজা ও ৫৯ নং বন্দুভাঙ্গা মৌজার হেডম্যানের দায়িত্ব রাজা দেবাশীষ রায় পালন করছেন)।

          ঘ. কার্বারীর পদ সংখ্যা =  ১৩৭ (একশত সাইত্রিশ) জন

ঙ. কর্মরত কার্বারী সংখ্যা= ১১৮ জন, মৃত্যুজনিত কারণে  ১৯ (উনিশ) টি পদ শূন্য রয়েছে।

৩.       অফিসের অবস্থান :

          ক. উপজেলা রাঙ্গামাটি সদর

          খ. মৌজা- ১০২ নং রাঙ্গাপানি

          গ. হোল্ডিং নং- ২০০৩

ঘ. দাগ নং- ২৯৩৩ (আং) ০.০১৫একর, ৩৪৮১ (আং), ০.১৮ একর এবং ৩৪৮২ (আং) ০.০২৫ একরসহ

= মোট ০.২২ (বাইশ শতক) একর

(খ)      ইউনিয়ন অনুযায়ী মৌজার তালিকা :

ইউনিয়ন

মৌজা

বন্দুকভাঙ্গা

 

৫৯নং বন্দুকভাঙ্গা মৌজা

 

কুতুকছড়ি

১১১ নং কুতুকছড়ি মৌজা

১১২ নং ডলুছড়ি মৌজা

 

 

 

 

১১৩নং তৈমিদং মৌজা

 

 

সাপছড়ি

১০৩ নং বাকছড়ি মৌজা

১০৯ নং সাপছড়ি মৌজা

 

 

 

 

১১০নং শুকরছড়ি মৌজা

 

 

মগবান

১০৬কামিলাছড়ি মৌজা

১০৭ নং বড়াদম মৌজা

 

 

 

 

১০৮নং মানিকছড়ি মৌজা

 

১১৫নং মগবান মৌজা

 

 

জীবতলী

১০৫ নং জীবতলীমৌজা

১১৭ নং কৌশল্যাঘোনা মৌজা

 

 

 

 

১১৮নং ধনপাতা মৌজা

 

 

বালুখালী

৫৮নং হাজারীবাক মৌজা

১১৪ নং বালুখালী মৌজা

 

 

 

 

১১৬নং রাঙ্গামাটি মৌজা

 

১২৩নং হেমন্ত মৌজা

১২৫নং ফুলগাজী বাপেরছড়া মৌজা

১২৮নং বসন্ত মৌজা

 

১২৯নং কাইন্দ্যা মৌজা

 

রাঙ্গামাটি পৌরসভা

১০২নং রাঙ্গাপানি মৌজা

১০৪ নং ঝগড়াবিল মৌজা

রাঙ্গামাটি সদর উপজেলার ভুমির মৌজা ভিক্তিক বিবরণ :

ক্র:নং

মৌজার নম্বর ও নাম

মোট জমির পরিমান (একরে)

বন্দোবস্তিকৃত জমি (একরে)

খাস জমির পরিমান (একরে)

মন্তব্য

১.

১০২ নং রাঙ্গাপানি মৌজা

৫,৪৭৬.৫৬

১,৪৯০.৫৬

৩,৯৮৬.০০

 

২.

১১৬ নং রাঙ্গামাটি মৌজা

৮,৯৯৮.৪০

৯৯৪.৯২

৮,০০৩.৪৮

 

৩.

৫৯ নং বন্দুকভাঙ্গা মৌজা

২০,৬৪০.০০

৩,২২৩.২০

১৭,৪১৬.৮০

 

৪.

৫৮ নং হাজারীবাগ মৌজা

৪,৩৭৭.৬০

৫৬১.২৪

৩,৮১৬.৩৬

 

৫.

১০৩ নং বাকছড়ি মৌজা

৪,৬০৮.০০

১,১৭১.৫৬

৩,৪৩৬.৪৪

 

৬.

১০৪ নং ঝগড়াবিল মৌজা

৬,৭৩৩.০২

৩৭৯.৭৪

৬,৩৫৩.২৮

 

৭.

১০৫ নং জীবতলী মৌজা

২,৭১৩.৬০

৪৯২.৮৫

২,২২০.৭৫

 

৮.

১০৬ নং কামিলাছড়ি মৌজা

৯৯২.২০

২৪৩.৬৫

৭৪৮.৫৫

 

৯.

১০৭ নং বড়াদম মৌজা

৬,৫৪৭.২০

৯২৭.৬৩

৫,৬১৯.৫৭

 

১০.

১০৮ নং মানিকছড়ি মৌজা

৪,৬৭৮.৪০

৯৫৫.৮৩

৩,৭২২.৫৭

 

১১.

১০৯ নং সাপছড়ি মৌজা

৩,৩৪০.৮০

১,০৭৯.০৩

২,২৬১.৭৭

 

১২.

১১০ নং শুকরছড়ি মৌজা

২,০০৩.২০

১,০০৩.৭৯

৯৯৯.৪১

 

১৩.

১১১ নং কুতুকছড়ি মৌজা

১,৩৩১.২০

৬৩৯.২৯

৬৯১.৯১

 

১৪.

১১২ নং ডলুছড়ি মৌজা

১,৬২৫.৬০

৮৮২.৪৬

৭৪৩.১৪

 

১৫.

১১৩ নং তৈমিদং মৌজা

৭,৫৭১.২০

২,৩৮৫.৪২

৫,১৮৫.৭৮

 

১৬.

১১৪ নং বালুখালী মৌজা

৯,৩৭৬.০০

৮১৩.২২

৮,৫৬২.৭৮

 

১৭.

১১৫ নং মগবান মৌজা

৮,১৪৪.২০

৪৯২.৫০

৭,৬৫১.৭০

 

১৮.

১১৭ নং কৌশল্যাঘোনা মৌজা

৫,৪৭২.০০

১,৫০৩.৮১

৩,৯৬৮.১৯

 

১৯.

১১৮ নং ধনপাতা মৌজা

৫,৪২৭.১৮

৫৮১,৪৮

৪,৮৪৫.৭০

 

২০.

১২৩ নং হেমন্ত মৌজা

৫,৬৩৮.৪০

১,০৯৯.৭৪

৪,৫৩৮.৬৬

 

২১.

১২৫ নং ফলগাজী মৌজা

২,৪৬৪.০০

৩৫৫.০০

২,১০৯.০০

 

২২.

১২৮ নং বসন্ত মৌজা

৩,৬৬০.০০

১৬৯.০০

৩,৪৯১.০০

 

২৩.

১২৯ নং কাইন্দ্যা মৌজা

৯,০১১.২০

১,৭৬৩.৯০

৭,২৪৭.৩০

 

 

মোট=

১,৩০,৮২৯.৯৬

২৩,২০৯.৮২

১,০৭,৬২০.১৪

 

রাঙ্গামাটি সদর উপজেলার হেডম্যানদের নামের তালিকা :

ক্রমিক

হেডম্যানের নাম

মৌজার নং ও নাম

মোবাইল ও টেলিফোন নং

মন্তব্য

১.

জনাব দেবাশীষ রায় (সার্কেল চীফ)

১০২ নং রাঙ্গাপানি

ফোন:০৩৫১-৬১৬১০

মোবা:০১৮৭৪৪৪৫৪৭৪

পক্ষে ড্যানিয়েল চাকমা

২.

জনাব দেবাশীষ রায় (সার্কেল চীফ)

৫৯ নং বন্দুকভাঙ্গা

৩.

জনাব দেবাশীষ রায় (সার্কেল চীফ)

১১৬ নং রাঙ্গামাটি

৪.

জনাব পল্টু দেওয়ান (সহ: হেড:)

৫৮ নং হাজারীবাগ

০১৫৫৬৭৭৫৮৪৪

 

৫.

জনাব বিজয় কুমার চাকমা

১০৩ বাকছড়ি

০১৫৫৬৪৯০৫৩৪

 

৬.

জনাব সুরঞ্জন দেওয়ান

১০৪ নং ঝগড়াবিল

০১৫৫৬৭০১৫২০

 

৭.

জনাব হিটলার দেওয়ান

১০৫ নং জীবতলী

০১৫৫৬৫৪৯৫৪৭

 

৮.

এ্যাড: ভবতোষ দেওয়ান

১০৬ নং কামিলাছড়ি

০১৭৩২৩৫০৬৫২

 

৯.

জনাব বিনয় কুমার দেওয়ান

১০৭ নং বড়াদম

ফোন:০৩৫১-৬৩১৭০

০১৫৫৪৯১০৬২৫

পক্ষে দীপংকর দেওয়ান

১০.

জনাব প্রসেনজিৎ আমু

১০৮ নং মানিকছড়ি

০১৮১০২৪২৩৯৩

০১৭৭১৩১৫৮৯১

 

১১.

জনাব দীপিকা দেওয়ান

(পক্ষে-দীপন দেওয়ান)

১০৯ নং সাপছড়ি

০১৫৫৬৬০৯৮৭৩

০১৮২০৩৫০১৫৮

পক্ষে দীপন চাকমা

১২.

জনাব কাবেরী রায়

১১০ নং শুকরছড়ি

০১৫৫০৬০৭৬৪৫

 

১৩.

জনাব সম্রাটসুর চাকমা

১১১ নং কুতুকছড়ি

০১৫৫৩৭৬৫১৫১

০১৮২০৩৩০৪৭৪

 

১৪.

জনাব অমল কান্তি চাকমা

১১২ নং ডলুছড়ি

০১৬৩১০৮১২৬৩

 

১৫.

জনাব স্বপন কুমার চাকমা

১১৩ নং তৈমিদং

০১৫৫৩৬৮৪৩৭৬

০১৮৬২০১৫৪৭৬

 

১৬.

জনাব গোর্ডি রায়

১১৪ নং বালুখালী

 

বর্তমানে মামলা বিচারাধীন

১৭.

জনাব সুজিত দেওয়ান

১১৫ নং মগবান

০১৫৫৬৫৬৭৩২২

 

১৮.

জনাব যতীন চন্দ্র তনচংগ্যা

১১৭ নং কৌশল্যাঘোনা

০১৫৩২৫৪৫০৫৫

 

১৯.

জনাব রুপায়ন চাকমা

১১৮ নং ধনপাতা

০১৫৫৭৩৪৩৯৮৩

 

২০.

জনাব কুলেশ বিকাশ দেওয়ান

১২৩ নং হেমন্ত

০১৫৫৩৬৩৭৩৫০

০১৮২৮৮৬২২৪৮

 

২১.

জনাব ইন্দ্র মোহন চাকমা

১২৫ নং ফুলগাজী

০১৮২৮৯০০৮৪৬

০১৮৩৪০৮৫৮১৯

 

২২.

জনাব চিয়াল জল পাংখো

১২৮ নং বসন্ত

০১৫৫৭৩১৭৬৭৯

 

২৩.

জনাব নবদ্বীপ চন্দ্র দেওয়ান

১২৯ নং কাইন্দ্যা

০১৮২০৫৬৬০৬৮

 

উপজেলা ভূমি অফিস, রাঙ্গামাটি সদর উপজেলায় নিয়োজিত

কর্মকর্তা ও কর্মচারীদের নাম, পদবী ও শূন্য পদের বিবরণ :

ক্র:

নং

কর্মকর্তা ও কর্মচারীদের নাম

ও পদবী

মঞ্জুরীকৃত পদ

বর্তমানে নিয়োজিত

শূন্য পদ

মোবাইল নং

মন্তব্য

১.

জনাব মাসুমা বেগম

সহকারী কমিশনার (ভূমি)

-

 

 

২.

জনাব  দীনেশ কান্তি চাকমা, কানুনগো

০১৮৪৫৭৭২৮৩৫

 

৩.

জনাব জেনন চাকমা, সার্ভেয়ার

০১৮৮৯৭৫৯১৫৬

 

৫.

জনাব প্রদীপ চাকমা , হিসাব সহকারী

-

০১৫৫০৬০৭৫২১

 

৬.

জনাব রেবতী কুমার চাকমা

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

-

০১৮২০৩২৭৯৫২

জেলা প্রশাসন কর্তৃক নিয়োজিত

৭.

জনাব মো: ছাবের হোসেন

জারীকারক

০১৫৫৬৫৩০১৬৫

জেলা প্রশাসন কর্তক প্রেষনে নিয়োজিত

৮.

জনাব বলভদ্র চাকমা, চেইনম্যান

০১৮২০৪২৭১৯০

 

৯.

জনাব মো: মফিজুল ইসলাম, চেইনম্যান

০১৮২৫৬৯২৬৯৬

 

১০.

জনাব অনিল কান্তি চাকমা, চেইনম্যান

০১৮২৮৮৫৫৫২৬

 

১২.

জনাব পূর্ণশোভা চাকমা, অফিস সহায়ক

-

০১৫৫৬৭০২৮৬৬

জেলা প্রশাসন কর্তক প্রেষ নিয়োজিত

 

 

মোট=

১৩

১১